স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলন : রনিসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা, আটক ১

Aug 19, 2025 - 17:21
 0  2
স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলন : রনিসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা, আটক ১

নিজস্ব প্রতিবেদক: বরিশালের শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল (শেবাচিম) সংস্কারের নামে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও কলেজের শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে শেবাচিম হাসপাতাল সম্মুখে এই কর্মসূচি পালন করা হয়। অপরদিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শেবাচিম হাসপাতাল সংস্কার আন্দোলন কমিটি। সেখান থেকে পুলিশ হোসাইন আল সুহান নামে এক আন্দোলনকারীকে আটক করে।

এদিকে জাতীয়ভাবে স্বাস্থ্য খাত সংস্কারের আন্দোলনের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন রনিসহ ৮০ জনের বিরুদ্ধে গতকাল সোমবার রাতে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের কর্মচারী বাহাদুর সিকদার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার নামধারী একমাত্র আসামি হচ্ছে রনি, বাকিরা অজ্ঞাত।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।

একজনকে আটক করার বিষয়টি স্বীকার করে বলেন, বাকিদের আটক করতে অভিযান চলছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত কয়েকদিন থেকে রনির নেতৃত্বে অজ্ঞাত আসামিরা বিভিন্ন দাবিতে শেবাচিম হাসপাতাল এলাকায় আন্দোলন করছেন। এর ধারাবাহিকতায় রবিবার বেলা আড়াইটার দিকে রনির নেতৃত্বে আন্দোলনকারীরা হাসপাতালের চিকিৎসক ডা. দিলিপ রায়ের পথরোধ করে বেধরকভাবে মারধর করেন। তখন ঘটনাস্থলে দাঁড়ানো ছিলেন মামলা বাদী বাহাদুর।

তাকেও মারধর করা হয়। অভিযুক্ত রনি লোহার পাইপ দিয়ে বাহাদুরের মাথায় আঘাত করেছেন। অন্যান্য কর্মচারীরা এগিয়ে এসে তাকে প্রাণে রক্ষা করেন। এ সময় অন্যান্য আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে রোগীদের স্বজনসহ কয়েকজন কর্মচারীকে রক্তাক্ত জখম করেছে

গত ১৪ আগস্ট রাতে শেবাচিম ওয়ার্ড মাস্টার জুয়ের চন্দ্র শীল বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় আরেকটি অভিযোগ দেন।

তবে সেটি এজাহারভুক্ত হয়নি। কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে মহিউদ্দিন রনি ও কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিসহ ৪২ জন নামধারীকে অভিযুক্ত করা হয়েছিল।
এমবি/এসআর