সাকাকে মাঠে পেতে ৪ সপ্তাহ লাগতে পারে আর্সেনালের
প্রথমে মার্টিন ওডেগার্ড। পরে চোটের কারণে মাঠ ছাড়েন বুকায়ো সাকা। দলের দুই মূল খেলোয়াড়কে হারালেও বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে আর্সেনাল।

নিজস্ব প্রতিবেদক: প্রথমে মার্টিন ওডেগার্ড। পরে চোটের কারণে মাঠ ছাড়েন বুকায়ো সাকা। দলের দুই মূল খেলোয়াড়কে হারালেও বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে আর্সেনাল। লিডস ইউনাইটেডের বিপক্ষে ৫-০ গোলের জয়ের ম্যাচে গানাররা ধাক্কা না পেলেও এবার পেতে যাচ্ছে।
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে নাকি চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে সাকাকে। আর্সেনাল ফরোয়ার্ডকে নিয়ে এমন দুসংবাদ জানিয়েছে বিবিসি। দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়ার আগে একটা গোলও করেন ২৩ বছর বয়সী ফরোয়ার্ড। এই চোট তার পিছু ছাড়ছে না।
খবর যদি সত্যি হয় তাহলে প্রিমিয়ার লিগের বেশ কিছু ম্যাচ মিস করবেন সাকা। আগামী শনিবার লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে আতিথেয়তা মিস করবেনই সঙ্গে নটিংহাম ফরেস্ট ও ম্যানচেস্টার সিটির বিপক্ষেও মাঠের বাইরে থাকতে হতে পারে। শুধু আর্সেনালের জন্যই ধাক্কার হবে না ইংল্যান্ডেরও হবে।
সাকাকে নিয়ে আর্সেনালের মাথা ব্যথা থাকলেও ওডেগার্ডকে নিয়ে তেমনটা নেই। সামনে ম্যাচ মিস করতে পারেন এমনটা জানা যায়নি কাঁধের চোট পাওয়া নরওয়ের মিডফিল্ডারকে নিয়ে। দুজনই চোটে পড়লেও আর্সেনালের আক্রমণভাগ ও মিডফিল্ড বেশ শক্তিশালীই।