প্রিমিয়ার লিগে আজ ম্যানচেস্টার ডার্বি

Sep 14, 2025 - 18:25
 0  2
প্রিমিয়ার লিগে আজ ম্যানচেস্টার ডার্বি

নিজস্ব প্রতিবেদক: ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যানচেস্টার ডার্বি আজ। রোববার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, ‘আমি গিগিকে (দোনারুম্মা) এমন কিছু করতে বলবো না, যা তার কাছে অস্বস্তিকর। আমরা এডারসনের মতো সেরা কাউকে পাইনি, তবে গিগির আরেকটি গুণ আছে। সে বিশাল, সে বড় মঞ্চের খেলোয়াড়। চ্যাম্পিয়নস লিগে অ্যানফিল্ড ও ভিলা পার্কে তার পারফরম্যান্সই তার যোগ্যতার প্রমাণ।’

বর্তমানে দুই দলই হতাশাজনক সময় কাটালেও প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বিতে এগিয়ে আছে ইউনাইটেড। লিগে এখন পর্যন্ত ৬৪ বার মুখোমুখি হয়েছে দু’দল। যেখানে ইউনাইটেড জিতেছে ২৯টি ম্যাচে, আর সিটি জিতেছে ২৫টিতে। বাকি ১০টি ম্যাচ হয়েছে ড্র।

উল্লেখ্য, চলতি মৌসুমে তিনটি করে ম্যাচ খেলেছে সিটি ও ইউনাইটেড। যেখানে ইউনাইটেডের এক জয়, এক ড্র এবং এক হারে তাদের পয়েন্ট চার। অন্যদিকে তিন ম্যাচে এক জয় ও দুই হারে সিটির পয়েন্ট তিন। ফলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই কোনো দলের জন্যই। লিগ টেবিলে উন্নতির জন্য জয় চাইবে দুই দলই।

এমবি/এসআর