ফটিকছড়িতে খালে মিলল নিখোঁজ রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং খাল থেকে নিখোঁজ রিকশাচালক সন্তোষ নাথের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং খাল থেকে নিখোঁজ রিকশাচালক সন্তোষ নাথের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সন্তোষ লেলাং ইউনিয়নের লালপুল এলাকার পরিমল নাথের ছেলে।
রবিবার (২০ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের লালপুল সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের বাবা পরিমল নাথ জানান, এক সপ্তাহ আগে তার ছেলে সন্তোষ নাথ নিখোঁজ হন। আজ সকালে লেলাং খাল থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়।
ফটিকছড়ি থানা পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। লাশের পরনে ছিল একটি লুঙ্গি ও এস রঙের শার্ট।
ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
এমবি/এইচআর