স্বামীর শিলপাটার আঘাতে স্ত্রীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে ঝগড়া ও হাতাহাতির একপর্যায়ে স্বামীর শিলপাটা আঘাতে কুনসুমা বেগম (৪০) নামে স্ত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

Jul 30, 2025 - 17:51
 0  2
স্বামীর শিলপাটার আঘাতে স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলীতে ঝগড়া ও হাতাহাতির একপর্যায়ে স্বামীর শিলপাটা আঘাতে কুনসুমা বেগম (৪০) নামে স্ত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল আজিজ পলাতক বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে আজ ভোর চারটায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খোয়াজনগর এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত কুনসুমা বান্দরবান জেলার আলী কদম এলাকার আজিজ মিয়ার স্ত্রী। দুই বছর ধরে পরিবার নিয়ে কর্ণফুলীর খোয়াজনগর এলাকার নুরুল আবছারের ভাড়া বাসায় বসবাস করছেন তারা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আজিজ-কুনসুমা দম্পতির মধ্যে বনিবনা ছিল না। বুধবার ভোর চারটার দিকে দু’জনের মধ্যে ঝগড়ার পর হাতাহাতি হয়। এর একপর্যায়ে স্ত্রীকে শিলপাটা দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যান স্বামী। পরে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন কুনসুমাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল আজিজ পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে।

এমবি/টিআই