মব ভায়োলেন্স, ‘এটা কোন সংস্কৃতি?’ - মাহমুদুর রহমান মান্না
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মব ভায়োলেন্সের সমালোচনা করেছেন। তিনি বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদাকে বাড়ি থেকে বের করে যেভাবে মব তৈরি করা হয়েছে, ‘এটা কোন সংস্কৃতি? তিনি অন্যায় করলে তাকে বিচারেরে মাধ্যমে শাস্তি দেন।’

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শনিবার নাগরিক ঐক্য আয়োজিত এক সেমিনারে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মব ভায়োলেন্সের সমালোচনা করেছেন। তিনি বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদাকে বাড়ি থেকে বের করে যেভাবে মব তৈরি করা হয়েছে, ‘এটা কোন সংস্কৃতি? তিনি অন্যায় করলে তাকে বিচারেরে মাধ্যমে শাস্তি দেন।’
ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য এ কে আজাদের বাড়িতেও হামলা হয়েছে উল্লেখ করে মান্না বলেন, এই বাড়ি ভাঙার সংস্কৃতি চললে দেশে গণতন্ত্র আসবে কী করে। তিনি আরও বলেন, থানা ঘেরাও করে আসামি ছিনিয়ে নেওয়া হচ্ছে। এই সরকারের ব্যর্থতার সীমা নেই।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সাইবার সুরক্ষা অধ্যাদেশের ৩৫ ধারার বিনা পরোয়ানায় গ্রেফতারের বিধানের সমালোচনা করেন। তিনি বলেন, যদিও সরকার বলছে, বিধানটি আগের মতো উন্মুক্ত নয়, সংকুচিত করা হয়েছে। কিন্তু পুলিশে কোনো সীমাবদ্ধতায় থাকেনা এমন আইন এই অধ্যাদেশ রাখা যাবে না।