বার্সেলোনার ‘নতুন ১০ নম্বর’ লামিন ইয়ামাল

১৮ পেরোনো মাত্র কয়েকদিন। আর এর মধ্যেই হাতে উঠল ক্যাম্প ন্যুর সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও ঐতিহ্যবাহী জার্সি—বার্সেলোনার নম্বর ১০।

Jul 17, 2025 - 11:33
 0  2
বার্সেলোনার ‘নতুন ১০ নম্বর’ লামিন ইয়ামাল

নিজস্ব প্রতিবেদক: ১৮ পেরোনো মাত্র কয়েকদিন। আর এর মধ্যেই হাতে উঠল ক্যাম্প ন্যুর সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও ঐতিহ্যবাহী জার্সি—বার্সেলোনার নম্বর ১০। হ্যাঁ, লামিন ইয়ামালই এখন সেই জার্সির উত্তরসূরি, যে জার্সি একসময় মেসির পিঠে ছিল, আর তার আগেও ছিল ম্যারাডোনা, রোনালদিনহো কিংবা রিভালদোর গায়ে।

ক্লাবটির পক্ষ থেকে বুধবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ইয়ামালকেই ২০২৫-২৬ মৌসুম থেকে দেওয়া হচ্ছে কিংবদন্তি লিওনেল মেসির সেই নম্বর ১০। আনসু ফাতির মোনাকোতে ধারে চলে যাওয়ার পর এই জার্সি ছিল ফাঁকা।

নতুন জার্সি ঘোষণার দিনে ইয়ামাল বললেন, ‘ছোটবেলায় স্বপ্ন ছিল বার্সার হয়ে খেলা, আর সেটা করতে চাইতাম ১০ নম্বর জার্সি গায়ে দিয়ে। বার্সেলোনায় জন্ম নেওয়া প্রতিটা ছেলের এই স্বপ্ন থাকে। মেসি নিজের পথ তৈরি করেছে, এখন আমি আমারটা গড়ব।’

এই উপলক্ষে ইয়ামালের পরিবারকে নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে নতুন জার্সি দেওয়া হয়। সেইসঙ্গে উদযাপন হয় তার দীর্ঘমেয়াদি চুক্তি—যা ২০৩১ সাল পর্যন্ত চলবে।

মাত্র ১৮ বছর বয়সেই ক্লাবের হয়ে ১০৬টি ম্যাচ, গোল ২৫টি। এরই মধ্যে স্পেনের হয়ে ইউরো জিতেছেন। বার্সেলোনার হয়েও জিতেছেন দুইটি লা লিগা, একটি কোপা দেল রে ও একটি সুপারকোপা।

 

জার্সির নম্বরও বদলেছে ধাপে ধাপে। ২০২২-২৩ মৌসুমে তার জার্সি নম্বর ছিল ৪১, পরের বছর ২৭, গত মৌসুমে ১৯—যেটা মেসিও একসময় পরতেন। এবার সরাসরি ১০!

লামিন ইয়ামাল তার আদর্শদের—মেসি, রোনালদিনহো ও ম্যারাডোনার—ছবি পোস্ট করে আগেই ইঙ্গিত দিয়েছিলেন এই বদলের। কিন্তু তিনি জানেন, ১০ নম্বর মানেই শুধু সম্মান নয়, দায়িত্বও।

‘আমি এখনও চ্যাম্পিয়ন্স লিগ আর বিশ্বকাপ জিতিনি। এখন এই দুটোই আমার লক্ষ্য।’

এমবি/এসআর