রাজধানীতে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর রমনা মডেল থানাধীন ওয়াইসিস আবাসিক ইস্পাহানি কলোনির একটি ভবনের অষ্টম তলা থেকে সুফিয়া আক্তার (১০) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Jul 14, 2025 - 12:54
Jul 24, 2025 - 14:57
 0  4
রাজধানীতে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রমনা মডেল থানাধীন ওয়াইসিস আবাসিক ইস্পাহানি কলোনির একটি ভবনের অষ্টম তলা থেকে সুফিয়া আক্তার (১০) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রমনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে ইস্পাহানি কলোনির ৬০৮/বি ভবনের অষ্টমতলার বাথরুমে সুফিয়া আক্তারকে ঝরনার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পাই। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি নিহত কিশোরী ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো। কি কারণে আত্মহত্যা করেছে এই বিষয়টি আমরা এখনো জানতে পারিনি। বিষয়টি জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত কিশোরী সুনামগঞ্জ জেলার কাউকান্দিচাহেরপুর থানার ব্রাহ্মণগাঁও গ্রামের মো. জালাল উদ্দিনের সন্তান।

এমবি/এইচআর