ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য আহ্বান জানালো ইসরায়েল
গাজা যুদ্ধবিরতির মধ্যস্থতা করে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে শান্তিচুক্তি সম্পন্ন করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ।

মেঘনাবার্তা প্রতিনিধি: গাজা যুদ্ধবিরতির মধ্যস্থতা করে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে শান্তিচুক্তি সম্পন্ন করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ট্রাম্প নিজেই এক ঘোষণায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান।
ইসরায়েলি বিরোধী নেতা লাপিদ বলেন,
“বর্তমানে অন্য যে কেউর চেয়ে ট্রাম্প নোবেল পুরস্কার সবচেয়ে বেশি প্রাপ্য। তিনি ইসরায়েলিদের কৃতজ্ঞতা প্রাপ্য।”
তিনি আরও যোগ করেন,
“আমি প্রেসিডেন্ট ট্রাম্পের দল—স্টিভ উইটকোফ, জার্ড ক্রুসনার, মার্কো রুবিও এবং টনি ব্লেয়ারকে অভিনন্দন জানাই। পাশাপাশি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ও সেনাদেরও অভিনন্দন জানাই।
তবে সবচেয়ে বড় অভিনন্দন জিম্মিদের পরিবারকে। তারা এক মুহূর্তের জন্যও বিশ্বকে জিম্মিদের কথা ভুলতে দেয়নি।”
ইসরায়েলি প্রেসিডেন্টেরও সমর্থন
এর আগে বৃহস্পতিবার সকালেই যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ও ট্রাম্পের প্রশংসা করেন। তিনি বলেন,
“কোনো সন্দেহ নেই, এ যুদ্ধবিরতির জন্য ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার প্রাপ্য।”
গাজায় দুই বছরের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটিয়ে এই যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরিত হয়। যুক্তরাষ্ট্রের সরাসরি মধ্যস্থতায় সম্পন্ন হওয়া এই চুক্তিকে অনেকেই ট্রাম্পের অন্যতম বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ মার্কিন নির্বাচনের আগমুহূর্তে ট্রাম্পকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এনেছে।
এমবি এইচআর