রাষ্ট্রপতির কাছে জুডিশিয়াল সার্ভিস কমিশনের বার্ষিক প্রতিবেদন হস্তান্তর
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে গিয়ে এই বার্ষিক প্রতিবেদন দাখিল করেন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে গিয়ে এই বার্ষিক প্রতিবেদন দাখিল করেন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
এ সময় হাইকোর্ট বিভাগের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি ফাতেমা নজীব, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি এ সময় জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সার্বিক খোঁজ খবর নেন। সেই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ার বিষয়েও জানতে চান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এমবি এইচআর