জামায়াত ভেবেছে বাংলাদেশের মানুষের স্মরণশক্তি দুর্বল: হাফিজ

Aug 9, 2025 - 11:42
 0  5
জামায়াত ভেবেছে বাংলাদেশের মানুষের স্মরণশক্তি দুর্বল: হাফিজ

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, “সেই জামায়াত এখন নতুন নতুন বানী জাতির সামনে আনছে।”

শুক্রবার (৮ আগস্ট) জুলাই ঘোষণাপত্রের সমালোচনা করে জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় জাতীয় প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

একাত্তরের মুক্তিযোদ্ধা হাফিজ বলেন, “এই জামায়াতে ইসলামী বলেছে, জুলাই ঘোষণাপত্রে বাংলাদেশ প্রতিষ্ঠাকে অত্যন্ত গৌরবের সঙ্গে উপস্থাপন করা হয়নি। তারা ভেবেছে, বাংলাদেশের মানুষের স্মরণ শক্তি থুবই দূর্বল। ১৯৭১ সালে আন্দোলনের সময়ে এই দল জামায়াতে ইসলামী বাংলাদেশের বিরোধিতা করেছিল।”

এর আগে গত বুধবার প্রধান উপদেষ্টার দেওয়া জুলাই ঘোষণাপত্রের প্রতিক্রিয়ায় জামায়াত নেতা তাহের বলেছিলেন, “ঘোষণাপত্রে দীর্ঘ লড়াই-সংগ্রামের কথা বলা হলেও ১৯৪৭ এর আজাদীকে উপেক্ষা করা হয়েছে।”

এর প্রতিক্রিয়ায় হাফিজ বলেন, “আমার যথেষ্ট বয়স হয়েছে… ৮১ বছর বয়স। সুতরাং সেদিন কথা মনে হয়, আমাদের যথেষ্ট জ্ঞান-বুদ্ধি হয়েছিল। সেই ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল জামায়াতে ইসলামী, একাত্তর সালেও মহান মুক্তিযুদ্ধেও তারা বিরোধিতা করেছে। এখন তারা নতুন নতুন বানী নিয়ে আর্বিভূত হয়েছে।”

প্রেস ক্লাবের জহুর হোসেন হলে “অগ্নিসেনা সোশাল ফাউন্ডেশন” ও “আমাদের নতুন বাংলাদেশ”-এর যৌথ উদ্যোগে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে “দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও সংসদ নির্বাচন” শীর্ষক এই আলোচনা সভা হয়। সেখানে ত্রয়োদশ সংসদ নির্বাচন বানচালের আশঙ্কা করে দেশের সবাইকে ঐকবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, “ভারতে আশ্রয় নিয়ে মাফিয়া নেত্রী শেখ হাসিনা এই দেশকে লন্ডভন্ড করার জন্যে, নির্বাচনকে বানচা‘ল করার জন্যে অনেক সহিংস ঘটনার অবতারণা করবেন। আমাদের সবাইকে সর্তক থাকতে হবে। আমরা দলমত নির্বিশেষে দেশবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই মাফিয়াদের নাশকতামূলক কর্মকাণ্ডকে প্রতিহত করব আজকের দিনে এই হোক অঙ্গীকার।”

ইসির প্রতি বিএনপির আস্থা রয়েছে জানিয়ে হাফিজ উদ্দিন বলেন, “ইসিতে নিরপেক্ষ ব্যক্তিরা সেখানে রয়েছেন। আমি আশা করব, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গণরায় প্রতিফলিত হবে। এই নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে। অনেক মানুষ জীবন দিয়েছে গণতন্ত্র ফেরানোর জন্যে এবং সুষ্ঠু নির্বাচন পাওয়ার জন্যে।”

এমবি/এসআর