ডাকসুতে লড়তে যাওয়া মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার

Aug 19, 2025 - 10:40
 0  2
ডাকসুতে লড়তে যাওয়া মাহিন সরকারকে এনসিপি থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্ব-পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) রাতে এক প্রেস-বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের গুরুতর শৃঙ্খলা ভঙ্গের কারণে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে মাহিন সরকারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হয়েছে। এই আদেশ আজ () থেকেই কার্যকর হয়েছে এবং তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত গণমাধ্যামে বিজ্ঞপ্তিটি প্রেরণ করেন।

এমবি/এসআর