দলের অনুমতি ছাড়া ডাকসু মনোনয়নপত্র সংগ্রহ; মাহিন সরকারকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দলের অনুমতি ছাড়া মনোনয়নপত্র সংগ্রহ করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বহিষ্কার করা হয়েছে দলটির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে।
সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এ তথ্য নিশ্চিত করেন।
এনসিপির পক্ষ থেকে বলা হয়, মাহিন সরকার ডাকসু নির্বাচনে মনোনয়ন নেওয়ার আগে দলের আহ্বায়ক ও সদস্যসচিবের অনুমতি নেননি, যা দলীয় শৃঙ্খলার গুরুতর লঙ্ঘন। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তিতে কোনো কারণ উল্লেখ না করে মাহিনকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মাহিন সরকারকে তার পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
উল্লেখ্য, মাহিন সরকার ‘ডিইউ ফার্স্ট’ নামের একটি স্বতন্ত্র প্যানেল থেকে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন। সোমবার দুপুরে তিনি তার প্রার্থীতার ঘোষণা দেন।
পরে এক প্রতিক্রিয়ায় মাহিন সরকার বলেন, ডাকসু নির্বাচনে প্রার্থী হওয়া ছাড়া আমি কোনো শৃঙ্খলাভঙ্গ করিনি। কোনো অনিয়ম বা দুর্নীতি করিনি। তবুও কেন শৃঙ্খলা ভঙ্গের কথা বলা হলো, জানি না। ডাকসু নির্বাচনে দলের পক্ষ থেকে আরও নিচের পদে লড়তে আপত্তি নেই বলে জানানো হয়েছিল, কিন্তু আমি তাতে রাজি হইনি। শুধু এনসিপি নয়, কোনো দলের গঠনতন্ত্রেই নেই যে ডাকসু নির্বাচনে অংশ নেয়া যাবে না।
নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি আরও বলেন, নির্বাচন করবো, পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। শিক্ষার্থীদের জন্য কাজ করেছি, নিশ্চয়ই সাধারণ শিক্ষার্থীরা আমার সঙ্গে থাকবে-এমন আশাবাদও ব্যক্ত করেন।
এমবি/এসআর