পাবনায় প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত

Aug 24, 2025 - 11:54
 0  2
পাবনায় প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক: পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ইসলামপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইউনিয়ন  যুবদলের যুগ্ম সম্পাদক  মেহেদী মাসুদ পাভেল (৩৫)  নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন।

শনিবার (২৩ আগস্ট)  রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত পাভেল ইসলামপুর গ্রামের মৃত মুসলেম মাস্টারের ছেলে।  

আহত সজিব মোল্লা ওরফে ইমরান (২৪) একই এলাকার আব্দুর সবুর মোল্লার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর গ্রামে মাদক ব্যবসা ও পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষরা এ হামলা চালায়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

এমবি/এসআর