এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আকরাম-গাভাস্কারের অভিমত
ভারত-পাকিস্তানের মধ্যকার যুদ্ধভাব এখন আর নেই। তবে কাটেনি তার রেশ। যুদ্ধের প্রভাব বেশ ভালোই পড়েছে ক্রিকেটে। যা শঙ্কায় ফেলে দিয়েছে এশিয়া কাপকেও।

নিজস্ব প্রতিবেদক: ভারত-পাকিস্তানের মধ্যকার যুদ্ধভাব এখন আর নেই। তবে কাটেনি তার রেশ। যুদ্ধের প্রভাব বেশ ভালোই পড়েছে ক্রিকেটে। যা শঙ্কায় ফেলে দিয়েছে এশিয়া কাপকেও।
দ্বিপক্ষীয় সিরিজে দুই দলের দেখা হয় না বললেই চলে। আইসিসি আর এসিসির টুর্নামেন্ট গড়ালেই কেবল তাদের প্রতিদ্বন্দ্বিতার দেখা মেকে। তবে এখন এশিয়া কাপেও দুই দলের মুখোমুখি হওয়া নিয়ে আছে শঙ্কা।
পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাক ক্রিকেটীয় সম্পর্ক কোন খাতে বইবে সেটা এখনো স্পষ্ট নয়। ভারত দল পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচ খেলবে কিনা তা নিয়েও আছে প্রশ্ন।
প্রশ্ন তুলছেন দুই দলের সাবেক ক্রিকেটাররা। কেউ কথা বলছেন ম্যাচ গড়ানোর পক্ষে, কেউ আবার খেলাধুলাকে মিশিয়ে রাখছেন রাজনীতির সাথেই। সম্প্রতি এই নিয়ে মুখ খুলেছেন ওয়াসিম আকরাম ও সুনিল গাভাস্কার।
সম্প্রতি শেষ হওয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করে ভারত। গ্রুপ পর্বের পাশাপাশি সেমিফাইনালেও খেলেনি তারা। যদিও টুর্নামেন্টটি আইসিসির অনুমোদিত ছিল না।
তবে ধারণা করা হচ্ছে- আইসিসি ও এসিসি অনুমোদিত আসন্ন এশিয়া কাপেও পাকিস্তানের বিপক্ষে খেলবে না ভারত। ১৪ সেপ্টেম্বরের ম্যাচ বয়কট করতে পারেন সূর্য কুমার যাদবরা।
এই প্রসঙ্গে সুনীল গাভাস্কারের ভাবনা, ‘যদি সরকার সিদ্ধান্ত নেয়, তাহলে প্লেয়ারদের সমালোচনা করা উচিত নয়। আবার বিসিসিআইও ভারত সরকারের থেকে নির্দেশ পায়। ফলে সব সিদ্ধান্ত সেটার ওপরই নির্ভর করছে। প্লেয়ারদের কিছু করার নেই। সরকার বললে খেলবে, যদি সরকার না করে, তাহলে বিসিসিআই সেই বুঝে ব্যবস্থা নেবে।’
অন্যদিকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম বলেন, ‘এশিয়া কাপের সূচি বেরিয়েছে অনেকদিন আগেই। পাকিস্তানে এই নিয়ে কেউ মাথাও ঘামাচ্ছে না। ভারত খেললে ভালো, না খেললেও কোনো অসুবিধা নেই।’
‘তবে ম্যাচ হওয়া উচিত। আমি তো ভারত-পাকিস্তানের টেস্ট সিরিজও দেখতে চাই। আমি রাজনীতিবিদ নই। সবাই দেশের কথা ভাবে। ওরা দেশাত্মবোধ দেখালে আমরাও দেখাব। কিন্তু কাজে করে দেখানোর চেয়ে কথা বলা সহজ।’
এদিকে মঙ্গলবার ঘোষিত হয়েছে এশিয়া কাপে ভারতীয় দল। দল ঘোষণার সময় সাংবাদিক সম্মেলনে প্রশ্ন ওঠে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কি ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলবে?
টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বা নির্বাচক প্রধান অজিত আগরকার উত্তর দেয়ার আগেই বিসিসিআইয়ের প্রতিনিধি বলে ওঠেন, ‘যদি দল নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে সেটাই করুন।’