বাংলাদেশের বিপক্ষে হারের কারণ বললেন রশিদ খান
এশিয়া কাপের গ্রুপ ‘বি’-র ম্যাচে আফগানিস্তানকে আট রানে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হংকংকে বিশাল ব্যবধানে হারানোর পর রশিদ খানের দলের এটি প্রথম হার। এই হারের মূল কারণ হিসেবে নিজের আউটকে দায়ী করেছেন আফগান অধিনায়ক।

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপের গ্রুপ ‘বি’-র ম্যাচে আফগানিস্তানকে আট রানে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হংকংকে বিশাল ব্যবধানে হারানোর পর রশিদ খানের দলের এটি প্রথম হার। এই হারের মূল কারণ হিসেবে নিজের আউটকে দায়ী করেছেন আফগান অধিনায়ক।
আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৫৪ রান করে বাংলাদেশ।
আফগানিস্তানের পক্ষে রাশিদ খান ও নূর আহমদ দুইজনই দুটি করে উইকেট নেন। আজমতুল্লাহ ওমরজাই নেন এক উইকেট ।
লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৬ রান করে। আট রানের জয় পায় বাংলাদেশ। শেষ দুই ওভারে আফগানদের দরকার ছিল ২৭ রান। উইকেটে ছিলেন রশিদ।
তিনি আরো যোগ করেন, ‘আমাদের বোলিং ইউনিট সত্যিই দুর্দান্ত কাজ করেছে। প্রথম ১০ ওভারে ৯০ রান হওয়ার পরও আমরা বাংলাদেশকে ১৬০-এর নিচে রাখতে পেরেছি। তবে কিছু অনাবশ্যক ঝুঁকিপূর্ণ শট খেলার কারণে আমরা সুযোগ নষ্ট করেছি।’
আফগানিস্তান পরবর্তী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বৃহস্পতিবার সুপার ফোরে যাওয়ার লড়াইয়ে। রশিদ সতর্ক করে বলেন, ‘পরবর্তী ম্যাচ বড় চ্যালেঞ্জ। আমাদের ভুল থেকে শিখে মানসিকভাবে শক্ত থাকতে হবে।’
এমবি এইচআর