সেরা খেলোয়াড়-গোলরক্ষক-কোচ মিলেমিশে বর্ষসেরা ক্লাব পিএসজি

নিজস্ব প্রতিবেদক: বিশেষ একটা রাত ছিল পিএসজির জন্য। একটা সময় তো মনেই হয়েছে ব্যালন ডি’অরের মঞ্চটা তৈরি হয়েছে পিএসজিকে দলবলে পুরস্কৃত করার জন্য। আসলে বিষয়টা এমনই হওয়ার কথা ছিল, না হলেই বরং অবাক হতো ফুটবল বিশ্ব। গেলো মৌসুমে ফরাসি জায়ান্ট পিএসজির অধরা স্বপ্ন পূরণ হয়েছে, ক্লাবের ট্রফি কেবিনেটে যোগ হয়েছে চ্যাম্পিয়নস লিগ শিরোপা।
আর সে প্রভাবই পড়েছে ব্যালন ডি’অর এর মঞ্চে। সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা হয়েছে ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলের নাম। অন্য কোন নাম আসলেই বরং অবাক হতো ফুটবল বিশ্ব।
এদিকে পিএসজির হয়ে ট্রফি নিতে যেতে না পারলেও ফরাসি ক্লাবের পারফরম্যান্সের ভিত্তিতেই দ্বিতীয়বারের মতো বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার ‘ইয়াশিন ট্রফি’ পেয়েছেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা।
বর্ষসেরা কোচের লড়াইয়ে আর্নে স্লট, হানসি ফ্লিক, আন্তোনিও কন্তে ও এন্টসো মারেস্কাকে পেছনে ফেলে অনুমিতভাবেই ‘ইয়োহান ক্রুইফ ট্রফি’ জিতে নিয়েছেন দলকে ট্রেবল জেতানো স্প্যানিশ কোচ লুইস এনরিকে।
আর এতকিছুর পর বর্ষসেরা ক্লাব নির্বাচনে ব্যালন ডি’অরের কর্তৃপক্ষ ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’-কে কোন বেগ পেতে হয়েছে বলে মনে হয়না। বর্ষসেরা ক্লাবের পুরস্কারটা উঠেছে স্বপ্নের মৌসুম কাটানো ট্রেবলজয়ী পিএসজির হাতেই।
এমবি/এসআর