ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক শুভমান গিল

ভারতের ওয়ানডে দলে বড় পরিবর্তন এনেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। টেস্ট দলের নেতৃত্বের পর এবার ওয়ানডে ফরম্যাটেও অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন শুভমান গিল। চার বছর ধরে এই ফরম্যাটে দলের নেতৃত্ব দেওয়া রোহিত শর্মার স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

Oct 4, 2025 - 15:30
 0  2
ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক শুভমান গিল
ছবি, সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: ভারতের ওয়ানডে দলে বড় পরিবর্তন এনেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। টেস্ট দলের নেতৃত্বের পর এবার ওয়ানডে ফরম্যাটেও অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন শুভমান গিল। চার বছর ধরে এই ফরম্যাটে দলের নেতৃত্ব দেওয়া রোহিত শর্মার স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

১৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া সফরের তিন ম্যাচের ওয়ানডে সিরিজেই নেতৃত্বের ভূমিকায় দেখা যাবে ২৬ বছর বয়সী এই ব্যাটারকে।

শনিবার সকালে প্রধান নির্বাচক অজিত আগারকারের নেতৃত্বে বিসিসিআইয়ের নির্বাচক কমিটি ভার্চুয়ালি বৈঠকে বসে কোচ গৌতম গম্ভীর ও বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়ার সঙ্গে। বৈঠকে নির্বাচকরা রোহিতের সঙ্গে আলোচনায় জানান, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে তারা এখন ভবিষ্যতের কথা ভাবছেন এবং দলের নেতৃত্বে তরুণ নেতৃত্বের হাত বাড়াতে চান।

ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, গিলকে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ভারতীয় দলের পরবর্তী প্রজন্মের নেতা হিসেবে গড়ে তোলা হচ্ছে। সেই লক্ষ্যেই নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তার হাতে।

রোহিত শর্মা ২০২১ সালের ডিসেম্বর থেকে ভারতের পূর্ণকালীন ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে ভারত খেলেছে ৫৬টি ওয়ানডে—যার মধ্যে জয় এসেছে ৪২টিতে, আর হার মাত্র ১২ ম্যাচে। রোহিতের অধীনে ভারত অর্জন করেছে একাধিক সাফল্য—২০১৮ সালের এশিয়া কাপ (তখন তিনি ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন), ২০২৩ সালের এশিয়া কাপ এবং সর্বশেষ ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি। এছাড়া তার নেতৃত্বেই ভারত পৌঁছেছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে।

এমবি এইচআর