শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা মন্ত্রণালয়ের  শীর্ষ দুই কর্মকর্তার অব্যাহত ব্যর্থতা, দায়ীত্বজ্ঞানহীনতা ও মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার সঠিক বিচার ও নিহতদের প্রতি সমবেদনা জানাতে বিক্ষোভ মিছিল করেছে সাইন্সল্যাব সংলগ্ন ৩ কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা।

Jul 22, 2025 - 15:17
 0  2
শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা মন্ত্রণালয়ের  শীর্ষ দুই কর্মকর্তার অব্যাহত ব্যর্থতা, দায়ীত্বজ্ঞানহীনতা ও মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার সঠিক বিচার ও নিহতদের প্রতি সমবেদনা জানাতে বিক্ষোভ মিছিল করেছে সাইন্সল্যাব সংলগ্ন ৩ কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। এসয় তারা অন্তবর্তকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবি করেন। আজ মঙ্গলবার (২২ জুলাই)  বেলা সাড়ে ১২ টায় রাজধানীর সাইন্সল্যাবে এ  বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা কলেজের উচ্চমধ্যমিকের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেয়। মিছিলটি সাইন্সল্যাব থেকে নীলক্ষেত মোড় হয়ে ঢাকা শিক্ষাবোর্ডের ঘোরাওয়ের মধ্যে দিয়ে শেষ হবে বলে জানায় শিক্ষার্থীরা।  

বিক্ষোভে অংশগ্রহণকারী ঢাকা সিটি কলেজের এক শিক্ষার্থী বলেন, আমরা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের দুই জনের পদত্যাগ চাই। তারা শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা দিতে পারেনা। শিক্ষার্থীদের নিয়ে তাদের কোন চিন্তা নেই। এত বড় একটা ঘটনা ঘটার পরেও গতকাল রাত দুইটা পর্যন্ত আমাদের এইচএসসি শিক্ষার্থীদের অপেক্ষা করিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এটা কেমন দায়ীত্বজ্ঞানহীন কাজ? আমাদের জীবন নিয়ে তারা তামাশা করছে আবার পরীক্ষা নিয়েও তামাশা করেছে। তারা তো এসির মধ্যে বসে অফিস করে। তাদের বোঝা উচিত এইচএসসি পরীক্ষা আমাদের জীবনের সাথে জড়িত।

আরেক শিক্ষার্থী নাবিলা জাওয়াদ রাফা বলেন, ভোর ৪ টায় বলা হয়েছে যে পরিক্ষা হবে না অথচ স্কুল খোলা রেখেছে । শোক পালন করবে এটা কেমন সিদ্ধান্ত আর কী বিবেচনা করেই তারা ভোর ৪ টায় বলে যে এইচএসসি পরিক্ষা স্থগিত। এইচএসসি পরীক্ষার মতো একটা বোর্ড পরীক্ষা তারা স্থগিত করে ফেলেছে অথচ সাধারণ স্কুল কলেজ বন্ধ দেয় নাই। এসবের কোন যুক্তি নাই। তাদের যখন যা মনে হয় তাই করে, সেই অনুযায়ী সিদ্ধান্ত দেয় আর আমরা সবসময়ই ভুক্তভোগী।

এমবি/এইচআর