চট্টগ্রাম বন্দরের দায়িত্ব বিদেশিদের দেওয়ার প্রক্রিয়া কেন অবৈধ নয়: হাইকোর্ট
এক রিটের শুনানি শেষে বুধবার বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে নৌ পরিবহন সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, পিপিপি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের এর জবাব দিতে হবে।

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের নিউমরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের দেওয়ার প্রক্রিয়া কেন অবৈধ নয় এবং অপারেটর নিয়োগে দরপত্র আহ্বানের নির্দেশ কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
এক রিটের শুনানি শেষে বুধবার বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে নৌ পরিবহন সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, পিপিপি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের এর জবাব দিতে হবে।
আইনজীবীরা আদালতে জানান, ২০১৯ সালে আওয়ামী লীগ সরকার নিউমুরিং টার্মিনাল পরিচালনার জন্য দুবাই ভিত্তিক বন্দর পরিচালনা কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সাথে একটি সমঝোতা স্মারক সই করে। কিন্তু সেখানে কোনো দরপত্র আহ্বান করা হয়নি।
আইনজীবীরা আরও বলেন, অন্তর্বর্তী সরকার এ পদক্ষেপ থেকে সরে না এসে বিদেশি কোম্পানির কাছেই বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া অব্যাহত রেখেছে। যা দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য হুমকি। এজন্যই আদালতে এসেছেন তারা।
এমবি এইচআর