নেইমারের সাবেক ক্লাব আল হিলালে গেলেন নুনেজ

Aug 10, 2025 - 17:26
 0  4
নেইমারের সাবেক ক্লাব আল হিলালে গেলেন নুনেজ

নিজস্ব প্রতিবেদক: বাজে একটি মৌসুম শেষে চলমান গ্রীষ্মে লিভারপুল ছাড়বেন ডারউইন নুনেজ- সেটা একরকম নিশ্চিত ছিল। অবশেষে সেটা এবার বাস্তবে রূপ নিলো। লিভারপুল ছেড়ে নেইমার জুনিয়রের সাবেক ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন নুনেজ। দুই ক্লাবের পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আল হিলালের সঙ্গে ৩ বছরের চুক্তি করেছেন নুনেজ। সৌদি প্রো লিগের রেকর্ড চ্যাম্পিয়ন ক্লাব থেকে উরুগুইয়ান ফরোয়ার্ড কেমন পারিশ্রমিক পাবেন সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। ইংল্যান্ডের বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি- নুনেজকে পেতে ৫৩ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে আল হিলালকে। শর্ত সাপেক্ষে এর পরিমাণ আরো বাড়তে পারে।

দীর্ঘ অপেক্ষার পর গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতে লিভারপুল। দল ইংল্যান্ডের শীর্ষ লিগে চ্যাম্পিয়ন হলেও তাতে তেমন কোনো অবদান ছিল না নুনেজের। আসরজুড়ে মাত্র পাঁচটি গোল করেন তিনি।

সে মৌসুমে মাত্র ৮ ম্যাচে শুরুর একাদশে জায়গা পান নুনেজ। এমন বাজে একটি মৌসুম শেষে তিনি নিজেও লিভারপুল ছাড়ার জন্য মুখিয়ে ছিলেন। এবার সেটারই বাস্তবায়ন হলো।

বেনফিকা ছেড়ে ২০২২ সালের গ্রীষ্মে লিভারপুলে নাম লেখান নুনেজ। মার্সিসাইডের ক্লাবটির হয়ে গত ৩ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলয়ে ১৪৩ ম্যাচে মাঠে নামেন। জালের দেখা পান ৪০ বার। এছাড়া সতীর্থদের দিয়ে আরো ২৬ গোল করান তিনি।

এমবি/এসআর