জুলাই সনদ বাস্তবায়ন করবে সংসদ: সালাহউদ্দিন

জুলাই সনদের খসড়ার বিষয়ে বিএনপি শতভাগ একমত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

Jul 30, 2025 - 20:34
Jul 30, 2025 - 20:37
 0  2
জুলাই সনদ বাস্তবায়ন করবে সংসদ: সালাহউদ্দিন
ছবি-সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদের খসড়ার বিষয়ে বিএনপি শতভাগ একমত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

সালাহউদ্দিন বলেন, ‘জুলাই সনদের খসড়া নিয়ে শতভাগ একমত বিএনপি।  দু-একটি জায়গায় শব্দগত পরিবর্তনের প্রয়োজন। সবার সইসহ একটি সনদ তৈরি হবে, সেটা সবাই জানবে। এই প্রস্তাব বাস্তবায়ন হবে সংসদের মাধ্যমে। এটাকে ধোঁকা দেওয়ার সাহস কোনো রাজনৈতিক দলের নেই।

নারী আসনে সরাসরি নির্বাচনের পক্ষে মত দিয়ে তিনি বলেন, ‘নারী আসন ১০০ তে উন্নীত করতে সরাসরি নির্বাচন চালু করতে চায় বিএনপি। ৫ শতাংশ সরাসরি মনোনয়ন দেবে, সঙ্গে ৫০ সংরক্ষিত রাখার প্রস্তাব বিএনপির।

সালাহউদ্দিন জানান, ৬টি সংস্কার কমিশনের ৮২৬টি সুপারিশের মধ্যে বিএনপি ৫১টিতে একমত হয়নি।

এর আগে বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন জানান, জুলাই সনদ সই করার সঙ্গে সঙ্গে বাস্তবায়ন চায় তার দল। 

আখতার বলেন, ‘জুলাই সনদ ২ বছর সময় নিয়ে বাস্তবায়নের কথা বলা হয়েছে, আমরা সেটা চাই না। সই করার সঙ্গে সঙ্গে এর বাস্তবায়ন চাই। জুলাই ঘোষণাপত্র সরকার একটি দিয়েছে, তবে সেটা পূর্ণাঙ্গ না। আমরা এর সাংবিধানিক ভিত্তি চাই। জুলাই সনদ ও ঘোষণাপত্র আলাদা বিষয়। কিন্তু একে গুলিয়ে ফেলা হচ্ছে।’

এমবি এইচআর