ঢাবি বাগছাসের মুখ্য সংগঠক হাসিবের পদত্যাগ

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

Sep 16, 2025 - 19:19
 0  2
ঢাবি বাগছাসের মুখ্য সংগঠক হাসিবের পদত্যাগ
ছবি-সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

সেখানে তিনি লেখেন, ‘গত ১৯ আগস্ট আমি গণতান্ত্রিক ছাত্রসংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত আহ্বায়কের নিকট আমার পদত্যাগপত্র জমা দিয়েছি।’

তিনি আরো লেখেন, ‘আমার দায়িত্বকালীন সময়ে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও প্রচেষ্টা দিয়ে গণতান্ত্রিক ছাত্রসংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কার্যক্রম ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগগুলো পরিচালনার চেষ্টা করেছি।

সাংগঠনিক দায়িত্ব পালনকালে আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে, তা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন—এই প্রত্যাশা করি।’

গণতান্ত্রিক ছাত্রসংসদ আমার কাছে শুধু একটি সংগঠন নয়, বরং আবেগ ও অনুভূতির নাম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতেও গণতান্ত্রিক ছাত্রসংসদ শিক্ষার্থীদের আস্থা, বিশ্বাস ও ভরসার জায়গা হয়ে থাকবে।

হাসিব লেখেন, ‘সত্য আর ন্যায়ের মিছিলে আমি সব সময় থাকতে ওয়াদাবদ্ধ।

গণ-অভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিতে রাজপথের সংগ্রাম অব্যাহত থাকবে। জুলাইয়ে দেশ ও জনতার প্রতি যে কমিটমেন্ট গড়ে উঠেছিল, তা বাস্তবায়নে সামনে আরো সক্রিয়ভাবে কাজ করতে হবে।’

এর আগে সাম্প্রতিক ডাকসু নির্বাচনে তিনি স্বতন্ত্র সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচন করে পরাজিত হয়েছেন। 

জানা যায়, ডাকসু নির্বাচনে হাসিবুল ইসলাম মূলত দুই পদে মনোনয়ন জমা দেন।

একটি এজিএস অন্যটি মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে। প্যানেল সাজানোকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে তৈরি হওয়া তীব্র অসন্তোষ থেকেই এমনটা হয়েছে বলে অনেকে ধারণা করছেন।
এমবি এইচআর