বিএনপির ধানের শীষ নিয়ে অযথা টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের
বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে অযথা টানাটানির সমালোচনা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রশ্ন রেখে বলেন, বিএনপি তো কারও প্রতীকে বাধা দিচ্ছে না, তাহলে ধানের শীষ নিয়ে এত বিতর্ক কেন?

মেঘনাবার্তা প্রতিনিধিঃ বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে অযথা টানাটানির সমালোচনা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রশ্ন রেখে বলেন, বিএনপি তো কারও প্রতীকে বাধা দিচ্ছে না, তাহলে ধানের শীষ নিয়ে এত বিতর্ক কেন?
শুক্রবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, কিছু ব্যক্তি বা দল নির্বাচনী প্রতীক নিয়ে হুমকি দিচ্ছে, যা অযৌক্তিক। তিনি বলেন, বিএনপি কখনও বলেনি অন্য কাউকে প্রতীক দেওয়া যাবে না, তাহলে অযথা ধানের শীষকে ঘিরে টানাটানি কেন?
ধানের শীষকে ‘অপ্রতিরোধ্য প্রতীক’ উল্লেখ করে তিনি বলেন, এই প্রতীকের জনপ্রিয়তা গ্রাম থেকে শহর পর্যন্ত ছড়িয়ে আছে। তাই ধানের শীষকে রুখে দেওয়ার চেষ্টা চলছে, কারণ এটি গণমানুষের প্রতীক এবং এটি জিতলে দেশের শত্রুরা পরাজিত হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা কোনো স্বেচ্ছায় নয়, বরং জনগণের আন্দোলনের চাপে দেশত্যাগে বাধ্য হয়েছেন। ১৫ বছরের সংগ্রাম ও ত্যাগের ফলেই সেই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।
গণতন্ত্র প্রতিষ্ঠায় ধারাবাহিক আন্দোলনের প্রয়োজন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র কয়েক দিনের লাফালাফিতে আসে না, এর জন্য ত্যাগ, পরিশ্রম এবং জনগণের পাশে দাঁড়ানো দরকার।
আমলাতন্ত্রকে একটি দলের নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, প্রশাসন ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকতে হবে, কোনো দলের পক্ষে কাজ করা চলবে না।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। স্মরণসভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আসাদুজ্জামান রিপনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এমবি এইচআর