বদলে গেল বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু
২৬ অক্টোবর বাংলাদেশ-ভারতের ম্যাচ অনুষ্ঠিত হবে নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে।

নিজস্ব প্রতিবেদক: বদলে গেল বাংলাদেশের ম্যাচের ভেন্যু। বিশ্বকাপে বেঙ্গালুরুতে খেলা হবে না নিগার সুলতানাদের। তার বদলে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে।
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারতের মাটিতে বসবে নারী ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। যার সূচিও ঘোষণা হয়েছে আগেই। তবে হঠাৎ কয়েকটি ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে।
শুরুতে পাঁচ ভেন্যুর মধ্যে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম। তবে সাম্প্রতিক ঘটে যাওয়া মার্মান্তিক দুর্ঘটনার কারণে ভেন্যুটিকে বিশ্বকাপ থেকে বাদ দেয়া হয়েছে। তার বদলে যোগ হয়েছে নতুন ভেন্যু।
কিছুদিন আগে আইপিএল শিরোপা উদযাপনকালে চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে ১১ জন নিহত হয়। এই ঘটনায় বেশ নিরাপত্তা উদ্বেগ দেখা দেয়। পরে সব ধরনের প্রতিযোগিতা থেকে চিন্নাস্বামীকে বাদ দেয়া হয়।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ছাড়াও সেমিফাইনাল ও সম্ভাব্য ফাইনাল ম্যাচও হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে। (পাকিস্তান ফাইনালে উঠলে ফাইনাল ম্যাচ হতো শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে)।
পরিবর্তিত সূচি অনুযায়ী, উদ্বোধনী ম্যাচ ভারত-শ্রীলঙ্কা (৩০ সেপ্টেম্বর) ও ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা (৩ অক্টোবর) সরিয়ে নেয়া হয়েছে গুয়াহাটির এসিএ স্টেডিয়ামে।
এছাড়া ১১ অক্টোবর ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ কলম্বোতে অনুষ্ঠিত হবে। আর ২৬ অক্টোবর বাংলাদেশ-ভারতের ম্যাচ অনুষ্ঠিত হবে নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে।
উল্লেখ্য, রাজনৈতিক কারণে পূর্ব শর্ত মোতাবেক পাকিস্তান দল ভারতে খেলতে যাবে না। যে কারণে হাইব্রিড মডেল অনুযায়ী পাক-কন্যাদের সব ম্যাচ হবে শ্রীলঙ্কার কলম্বোতে।
এমবি এইচআর