ফুটবলে ইসরায়েলকে নিষিদ্ধ দেখতে চায় জাতিসংঘের বিশেষজ্ঞ দলও

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের ওপর গণহত্যা চালোনোয় ইসরায়েলকে ফুটবলে নিষিদ্ধ দেখতে চান এরিক ক্যান্টনা। তাদের নিষিদ্ধ করার জন্য ফিফা ও উয়েফার প্রতি আহ্বান জানান ফ্রান্স ও ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি। স্পেন সরকার আবার আরো একধাপ এগিয়ে এক রকম হুমকি দিয়ে রেখেছে।
ইসরায়েলকে ক্রীড়াক্ষেত্র থেকে নিষিদ্ধ করা না হলে ২০২৬ বিশ্বকাপে ফুটবল দল নাও পাঠাতে পারে স্পেন।
জাতিসংঘের স্বাধীন ৮ বিশেষজ্ঞ এক বিবৃতিতেতে লিখেছে, ‘ব্যাপক মানবাধিকার লঙ্ঘনকারী দেশের প্রতিনিধিত্বকারী জাতীয় দলকে নিষিদ্ধ করা উচিত।’ বিশেষজ্ঞরা জানিয়েছে, যেসব দেশ ইসরায়েলের সাথে আন্তর্জাতিক সংস্থা এবং ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে তাদের ‘গণহত্যার মুখে নিরপেক্ষ থাকা উচিত নয়’।
বিশেষজ্ঞ দলে আছেন ফিলিস্তিন ভূখণ্ডে অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রানসেচকা আলবানিজ এবং ব্যবসা ও মানবাধিকার বিষয়ক জাতিসংঘের কর্মীরা। তবে তারা রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে নিষিদ্ধ চাইলেও খেলোয়াড়দের চান না। তারা বলেছেন, ‘ব্যক্তিগত খেলোয়াড়দের উৎপত্তি ও জাতীয়তার কারণে কোনো বৈষম্য বা নিষেধাজ্ঞা থাকা উচিত হবে না।’
এর আগে লন্ডনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক ইভেন্টে ক্যান্টোনা বলেছেন, ‘ইউক্রেনে হামলার ৪ দিন পরেই রাশিয়াকে নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা ও উয়েফা।