ইতিহাস গড়লেন পেপ গার্দিওলা!

Oct 6, 2025 - 11:52
 0  2
ইতিহাস গড়লেন পেপ গার্দিওলা!

নিজস্ব প্রতিবেদক: ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয় দিয়ে প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লেন পেপ গার্দিওলা। এই জয়ের মাধ্যমে তিনি হয়ে গেলেন প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে দ্রুত ২৫০ জয় পাওয়া ম্যানেজার। কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসন ও আর্সেন ওয়েঙ্গারকে ছাড়িয়ে গার্দিওলা এই মাইলফলক স্পর্শ করেছেন মাত্র ৩৪৯ ম্যাচে।

রবিবার রাতে ব্রেন্টফোর্ডের মাঠে ১-০ ব্যবধানে জয় পায় সিটি।

প্রথমার্ধের শুরুতে একমাত্র গোলটি করেন আর্লিং হালান্ড। এই জয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠে আসে সিটি।

এই জয় ছিল গার্দিওলার ২৫০তম প্রিমিয়ার লিগ জয়। এই জয়ে পেতে তার লেগেছে ৩৪৯ ম্যাচ।

এই পরিমান জয় পেতে স্যার অ্যালেক্স ফার্গুসনের লেগেছিল ৪০৪ ম্যাচ, আর্সেন ওয়েঙ্গারের লাগে ৪২৩ ম্যাচ ও ডেভিড ময়েরে (বর্তমান এভারটন কোচ) ৬৪৫ ম্যাচ।

মৌসুমের শুরুতে টানা টটেনহাম ও ব্রাইটনের কাছে হারের পর গার্দিওলার দল ধীরে ধীরে ছন্দে ফিরেছে। সর্বশেষ চার লিগ ম্যাচে অপরাজিত এবং সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচে হারহীন থেকে সিটি আবার শিরোপার দৌড়ে ফিরেছে।

এই মৌসুমে দারুণ ফর্মে রয়েছেন আর্লিং হালান্ড।

সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে ১২ গোল করেছেন তিনি। তবে নিজেই স্বীকার করেছেন, হ্যারি কেন ও কিলিয়ান এমবাপ্পের প্রতিদ্বন্দ্বিতায় ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার চাপ অনুভব করছেন তিনি।
এমবি/এসআর