‘শাপলা’ নিয়ে অনড় এনসিপি, অদৃশ্য শক্তির সাথে লড়তে প্রস্তুত: নাসীরুদ্দীন
শাপলা প্রতীক নিয়ে অনড় অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এনসিপি শাপলা প্রতীক পাবে বলে তারা আশাবাদী। তবে প্রতীক না পাওয়ার পেছনে অদৃশ্য শক্তির প্রভাব রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

মেঘনাবার্তা প্রতিনিধিঃ শাপলা প্রতীক নিয়ে অনড় অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এনসিপি শাপলা প্রতীক পাবে বলে তারা আশাবাদী। তবে প্রতীক না পাওয়ার পেছনে অদৃশ্য শক্তির প্রভাব রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, শাপলা প্রতীক না দিলে এর ব্যাখ্যা দিতে হবে নির্বাচন কমিশনকে। কমিশনের সামনে দুটি পথ—ধান, তারা ও সোনালী আশ প্রতীক বাতিল করা বা এনসিপিকে শাপলা প্রতীক প্রদান করা।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, শাপলা প্রতীক নিয়ে এনসিপি কোনোভাবেই আপস করবে না। প্রয়োজনে অদৃশ্য শক্তির বিরুদ্ধেও রাজপথে লড়বে দলটি। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় কমিশনকেই নিতে হবে। শাপলা প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীকে নির্বাচনে অংশ নেবে না এনসিপি বলে তিনি স্পষ্ট জানান।
বৈঠক শেষে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, শাপলা প্রতীক ইতোমধ্যেই জনগণের কাছে পরিচিত হয়ে উঠেছে। তাই এটি দলীয় প্রতীক হিসেবে তালিকাভুক্ত করার দাবি জানিয়েছে এনসিপি। তিনি জানান, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকটি ইতিবাচক পরিবেশে সম্পন্ন হয়েছে।
এমবি এইচআর