সাকিব কি আর বাংলাদেশের হয়ে খেলতে পারবেন, কী মনে করেন বিসিবি সভাপতি?
সাকিব আল হাসান কি আর বাংলাদেশের হয়ে খেলতে পারবেন? আলোচনাটা নতুন করে সামনে এসেছে গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে তিনি ম্যাচসেরা হওয়ার পর। আজ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে সাকিবের সঙ্গে তিনি কথা বলবেন।

নিজস্ব প্রতিবেদক : সাকিব আল হাসান কি আর বাংলাদেশের হয়ে খেলতে পারবেন? আলোচনাটা নতুন করে সামনে এসেছে গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে তিনি ম্যাচসেরা হওয়ার পর। আজ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে সাকিবের সঙ্গে তিনি কথা বলবেন।
গত বছর আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে ফিরতে পারছেন না সাকিব। তবে অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে খেলেছিলেন। ওই সিরিজের সময় জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে খেলে সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসরে যেতে চান।
একই সময় এটাও বলেছিলেন, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেই হয়তো ওই সংস্করণে নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন। আবার দলের প্রয়োজনে টি-টোয়েন্টি দলে ফিরতে পারেন, এই ইচ্ছার কথাও জানিয়ে রেখেছিলেন।
গত বছর অক্টোবরে ঢাকায় প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে দুবাই পর্যন্ত এলেও নিরাপত্তা শঙ্কায় আবার যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যান সাকিব। এর মধ্যেই বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ায় কয়েক মাস মাঠের বাইরে থাকার পর পাকিস্তান সুপার লিগ দিয়ে খেলায় ফিরে আসেন।
এখন গ্লোবাল সুপার লিগে সাকিব খেলছেন দুবাইয়ের হয়ে। প্রথম ম্যাচেই ব্যাট হাতে ৩৭ বলে ৫৮ রান করার পর বোলিংয়ে ৪ ওভারে ১৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন সাকিব।
যদিও পরের দুটি ম্যাচে তেমন ভালো করতে পারেননি। হোবার্ট হারিকেন্স ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়রসের বিপক্ষে দুই ম্যাচে যথাক্রমে ৭ ও ৪ রান করেন, বল হাতে ছিলেন উইকেটশূন্য।
সাকিবের আবার দেশের হয়ে খেলার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে গত পরশু বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান জানিয়েছিলেন, সাকিবের জন্য দরজা খোলা আছে তাঁদের। আজ একই সুরে কথা বলেছেন বিসিবি সভাপতি আমিনুলও।
আজ সন্ধ্যায় ব্যাডমিন্টন ফেডারেশনের এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘সাকিব তো অ্যাভেইলেবল ক্রিকেটার। এখনো সব সংস্করণ থেকে অবসর নেয়নি। তার সঙ্গে কথা বলব। তার সঙ্গে কথা বলার পর আমরা সিদ্ধান্ত নেব।’
আওয়ামী লীগ সরকার পতনের পর সাকিবের নামে কয়েকটি মামলা হয়েছে, চেক জালিয়াতির একটি মামলায় তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। তবে সাকিব খেলবেন কি না, সেটি নির্বাচকদের ওপর নির্ভর করছে—এমন কথা আগেও কয়েকবার বলেছেন আমিনুল, আজ আরও একবার তা মনে করিয়ে দিয়েছেন।
সাকিবের সঙ্গে কবে যোগাযোগ হয়েছিল জানতে চাইলে আমিনুল বলেন, ‘আমার সঙ্গে বেশ কিছুদিন ধরে যোগাযোগ হয়নি। (বিসিবি সভাপতির) দায়িত্ব নেওয়ার পর হয়নি।’
এমবি/এইচআর