অ্যানফিল্ডে দিয়োগো জোতাকে স্মরণ, বড় জয়ে মৌসুম শুরু লিভারপুলের

Aug 16, 2025 - 11:54
 0  2
অ্যানফিল্ডে দিয়োগো জোতাকে স্মরণ, বড় জয়ে মৌসুম শুরু লিভারপুলের

নিজস্ব প্রতিবেদক: ম্যাচের শুরু ও শেষটা হয়েছে আবেগে ভরপুর। প্রয়াত ফুটবলার দিয়েগো জোতাকে স্মরণ করেছে ফুটবলার, দর্শক থেকে সবাই। সম্প্রতি একটি সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জোতা এবং তার ভাই আন্দ্রে সিলভার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুর ম্যাচে বোর্নমাউথকে ৪-২ গোলে হারিয়ে দুর্দান্তভাবে মৌসুম শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল।

গতকাল (শুক্রবার) দিবাগত রাতে অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ২০২৫-২৬ মৌসুমের শুরুটা হলো চ্যাম্পিয়নদের ম্যাচ দিয়ে। আর্নে স্লটের লিভারপুল দ্বিগুণ লিড নিয়েও স্বস্তি উড়ে যায় দ্বিতীয়ার্ধের মাঝামাঝিতে। তবে পয়েন্ট খোয়ানোর শঙ্কা তারা ভালোভাবেই উড়িয়ে দিয়েছে।

ম্যাচের শুরু থেকেই লিভারপুল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। প্রথমার্ধে একিতেকের গোলে এগিয়ে যায় তারা। এরপর দ্বিতীয়ার্ধে গাকপো ব্যবধান দ্বিগুণ করেন। তবে বোর্নমাউথ হাল ছেড়ে না দিয়ে ৬৪ ও ৭৬ মিনিটে দুটি গোল শোধ করে ম্যাচে সমতা ফেরায়। কিন্তু শেষ মুহূর্তে চিয়েসো এবং সালাহ’র গোলে লিভারপুল ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয়।

এই জয়ের মাধ্যমে লিভারপুল একটি ধারা বজায় রেখেছে, লিভারপুল গত ১২ মৌসুমে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ কখনোই হারেনি এবং এর মধ্যে ৯টি ম্যাচে তারা জয়ী হয়েছে।

এমবি/এসআর