শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Jul 24, 2025 - 11:09
 0  3
শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগে থাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হল।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

উল্লেখ্য, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনার পর এইচএসসি পরীক্ষা স্থগিত করতে দেরি হওয়ায় মঙ্গলবার (২২ জুলাই) শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে তারা সচিবালয়ে ঢুকে ভাঙচুর শুরু করলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। ওই সময়ই শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহারের ঘোষণা দেয় সরকার।

এর আগে গত বছরের ১৪ অক্টোবর সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন সিদ্দিক জুবায়ের। সে সময় বলা হয়েছিল, তার নিয়োগের মেয়াদ হবে দুই বছর।

এমবি/এসআর