গোপালগঞ্জসহ পুরো বাংলাদেশকে আমরা মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করবো: নাহিদ
গোপালগঞ্জ সহ পুরো বাংলাদেশকে 'মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ' থেকে মুক্ত করার অঙ্গীকার করেছেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ যুগ যুগ ধরে গোপালগঞ্জের মানুষের জীবনকে বিপন্ন করেছে, মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে এবং সনাতন ধর্মাবলম্বীদের প্রতি অবিচার করেছে। তিনি এই পরিস্থিতির পরিবর্তন ঘটানোর ঘোষণা দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জ সহ পুরো বাংলাদেশকে 'মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ' থেকে মুক্ত করার অঙ্গীকার করেছেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ যুগ যুগ ধরে গোপালগঞ্জের মানুষের জীবনকে বিপন্ন করেছে, মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে এবং সনাতন ধর্মাবলম্বীদের প্রতি অবিচার করেছে। তিনি এই পরিস্থিতির পরিবর্তন ঘটানোর ঘোষণা দিয়েছেন।
নাহিদ ইসলাম জানান, তারা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সিকিউরিটি ক্লিয়ারেন্স পেয়েই গোপালগঞ্জে প্রবেশ করেছিলেন এবং পদযাত্রা না করে শুধু পথসভা করেছেন। এরপরও ফেরার পথে 'আওয়ামী সন্ত্রাসীরা' সশস্ত্র আক্রমণ চালিয়েছে। তিনি চারজনের মৃত্যুর কথা উল্লেখ করে এসব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন করেন না বলে জানান এবং সন্ত্রাসীদের বিচারিক প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
নাহিদ ইসলাম দৃঢ় কণ্ঠে বলেন, তারা শহীদের রক্তের শপথ নিয়ে ঘোষণা করছেন যে 'মুজিববাদকে' গোপালগঞ্জ ও বাংলাদেশের মাটিতে দাঁড়াতে দেবেন না। তিনি আরও বলেন, তারা আবারও গোপালগঞ্জে যাবেন এবং জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করবেন। তিনি বলেন, গোপালগঞ্জের প্রতিটা ঘরে ঘরে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উড়বে এবং গোপালগঞ্জ 'মুজিববাদীদের' নয়, 'বাংলাদেশপন্থীদের' হবে।
শহীদ বাবু মোল্লা ও শহীদ রথীন বিশ্বাসের গোপালগঞ্জকে পুনরুদ্ধার করার অঙ্গীকার করে নাহিদ জানান, মকসুদপুর ও কোটালীপাড়ায় তাদের শহীদদের কবর রয়েছে এবং এই মাটি 'মুজিববাদীদের' হতে দেওয়া হবে না।
এমবি/এইচআর